ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মৌলভীবাজার হাসপাতালের আরও তিন চিকিৎসকসহ ৮ জন আক্রান্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ৬, ২০২০
মৌলভীবাজার হাসপাতালের আরও তিন চিকিৎসকসহ ৮ জন আক্রান্ত

মৌলভীবাজার: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসকসহ নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

বুধবার (৬ মে) সকালে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন মৌলভীবাজার সিভিল সার্জন এবং জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তউহীদ আহমদ।

তিনি জানান, করোনা পরীক্ষা মঙ্গলবার (৫ মে) প্রথম মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের এক চিকিৎসকের পজিটিভ আসে।

ওই চিকিৎসকের সংস্পর্শে যারা ছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করে সোমবার (৪ মে) সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয় চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের আরও আটজনের পজিটিভ এসেছে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ জন। এর মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালটি এখনি লকডাউন করা হয়তো সম্ভব হবে না। তবে কিছু কিছু বিভাগের সেবা বন্ধ রেখে শুধু জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ দু’একটি বিভাগ চালু রাখার সিদ্ধান্ত হতে পারে বলেও জানান সিএস ডা. তউহীদ আহমদ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ০৬, ২০২০
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।