ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় করোনা থেকে সুস্থ হলো এক শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, মে ৭, ২০২০
ভোলায় করোনা থেকে সুস্থ হলো এক শিশু

ভোলা: ভোলায় করোনা ভাইরাসে আক্রান্তের ১৩ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে মোহনা (৮) নামে একটি শিশু। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৫ জনের মধ্যে দুই জন সুস্থ হলো।

বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

ভোলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মাহাবুব আলম বাংলানিউজকে বলেন, জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শিশুটির গত ২৩ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এরপর স্বাস্থ্যবিভাগের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল ও প্রথম দফায় তার নমুনা পরীক্ষায়  রিপোর্ট নেগেটিভ আসে। বুধবার দ্বিতীয় দফাও তার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার (০৭ মে) তাকে ছাড়পত্র দেওয়া হবে। শিশুটি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিল।  

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, মে ০৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।