ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: না’গঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, মে ১০, ২০২০
করোনা: না’গঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী আক্রান্ত ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালের মোট ১৫ স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস শনাক্ত হলো।

রোববার (১০ মে) সকালে বাংলানিউজকে এসব তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।

তিনি জানান, সদর হাসপাতালের আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ এসেছে।

এ নিয়ে হাসপাতালের দুই চিকিৎসকসহ মোট ১৫ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলো। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ১০, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।