ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে মৃত ব্যক্তিসহ তিন জনের করোনা শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, মে ১২, ২০২০
সিলেটে মৃত ব্যক্তিসহ তিন জনের করোনা শনাক্ত

সিলেট: সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১১ মে) ১৮২ জনের নমুনা পরীক্ষায় তিন জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের তিনজন সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের।

তিনি বলেন, এরমধ্যে সিলেটে আক্রান্ত ব্যক্তি ইতোমধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জন। এরমধ্যে সিলেটে ৮৬, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৯৬ ও মৌলভীবাজারে ৪০ জন। মারা গেছেন ৫ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ২৩ জন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, মে ১২, ২০২০
এনইউ/এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।