ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা চিকিৎসায় ফেনীতে আরও ১২ চিকিৎসকের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ১২, ২০২০
করোনা চিকিৎসায় ফেনীতে আরও ১২ চিকিৎসকের যোগদান

ফেনী: ফেনীতে মকরোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় আরও ১২ জন চিকিৎসক যোগদান করেছেন। এরা সবাই ৩৯ তম বিসিএস ক্যাডার এবং জেলার কোভিড-১৯ সেবাদানকারী হাসপাতালে সেবা দেবেন।

মঙ্গলবার (১২ মে) সিভিল সার্জল কার্যালয়ে নতুন এ চিকিৎসকদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। এসময় প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বর্তমানে তারা সবাই সিভিল সার্জন কার্যালয়ে নিযুক্ত হয়েছেন। প্রথমে তারা করোনা চিকিৎসার ডেডিকেটেড হাসপাতাল ট্রমা সেন্টার ও মঙ্গলকান্দি স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

নবাগত চিকিৎসকরা হলেন- ডা. তাইফুর রহমান, ডা. দিলরুবা ইয়াসমিন, ডা. মো. জাকির হোসেন, ডা. অতনু চক্রবর্তী, ডা. শাওন নওশিন নূর চৌধুরী, ডা. মো. মমিনুল ইসলাম খান, ডা. মুহাম্মদ ফাহিম উদ্দিন কানন, ডা. মুহাম্মদ মশিউর রহমান মুন্না, ডা. আবদুল্লাহ আল ফয়সাল, ডা. আসিফ মাহমুদ চৌধুরী, ডা. মারজান আক্তার ও ডা. মৌমিতা রায়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, জেলায় ১২ জন চিকিৎসক যোগদান করায় চিকিৎসার মান একধাপ এগিয়ে গেল। করোনাসহ সবধরনের সেবায় তারা কাজ করবেন। প্রাথমিকভাবে তারা ফেনী জেনারেল হাসপাতালে সাতদিনের প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১২, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।