মঙ্গলবার (১২ মে) দুপুরে তাদের ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
সুস্থ ব্যক্তিরা হলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আহাদ বকস (৪১) ও ডা. রোকন উদ্দিন (৩০), নার্স তারজিনা (৩০), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (সেকমো) সালমান (৩০) ও গাইবান্ধা জেলার লাবণী বেগম (৩৪)। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ করোনাক্রান্ত সুস্থ হয়ে এ হাসপাতাল ছাড়লেন।
ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবী জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পেশেন্ট তারজিনা গত ২২ এপ্রিল, লাবণী বেগম ২৩ এপ্রিল, ডা. রোকন উদ্দিন ২৮ এপ্রিল, ডা. আহাদ বকস ২৫ এপ্রিল ও সালমান ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসার পর করোনাজনিত বিভিন্ন উপসর্গের উপশম হওয়ায় এবং পরপর দুটি রিয়েল টাইম পিসিআর টেস্টে নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে এ হাসপাতালে আরও ২৮ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন বলে জানান নূরুন্নবী।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১২, ২০২০
এমআইবি/এইচজে