ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৮ জন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ২২, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৮ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া: গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি জানান।

তিনি জানান, শুক্রবার ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে ১৮ জন করোনা পজিটিভ এসেছে।

এরমধ্যে, জেলার নবীনগরের সাতজন, আশুগঞ্জে একজন, কসবায় পাঁচজন, আখাউড়ায় দুইজন, সদর উপজেলায় একজন ও সরাইলে দুইজন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ১৮ জনকে আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।

এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৬ জন ও দুইজন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।