ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টেলিমেডিসিন সেবা দেবে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ২৪, ২০২০
টেলিমেডিসিন সেবা দেবে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ

ঢাকা: চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন রোগের টেলিমেডিসিন সেবা দেবে প্রগতিশীল চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ’।

সেবা দেওয়ার বিষয়ে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. শাকিল আখতার বাংলানিউজকে বলেন, আমরা প্রাথমিকভাবে এ মুহূর্তে টেলিমেডিসিন সেবা শুরু করছি। অনেককিছু করার আছে পর্যায়ক্রমে আমরা আরও কর্মসূচি হাতে নেবো।

আমাদের এ উদ্যোগের সঙ্গে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা রয়েছেন।

সেবাপ্রার্থীদের সুবিধার্থে যেসব চিকিৎসকরা টেলিমেডিসিন সেবা দেবেন তাদের নাম ও সময়সূচি দেওয়া হলো।

১. অধ্যাপক ডা. আজিজুল কাহার (01819250308) শনি, সোম ও বৃহস্পতিবার সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত।
২. অধ্যাপক ডা. হারুন অর রশীদ (01717182018) প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত।
৩. ডা. চন্দ্র শেখর বালা (01714098855) শনি, সোম ও বুধবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত। আগেই সমস্যা লিখে মেসেঞ্জারে পাঠাতে হবে।

শ্বাসতন্ত্ররোগ বিষয়ক
১. ডা. ফাতেমা ইয়াসমিন (01739476713) প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

হৃদরোগ বিষয়ক
১. ডা. দীপল অধিকারী (01841-019229) প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
২. ডা. তারিক আহমেদ চৌধুরী (01819-156927) সোম থেকে শুক্রবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত।

কিডনি ও মূত্রতন্ত্র বিষয়ক 
১. ডা. কে এম এইচ তৌহিদ (01711-885387) প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মনোরোগ বিষয়ক
১. অধ্যাপক ডা. আহসানুল হাবিব (01711-104303) শনি, সোম ও বুধবার সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত।
২. অধ্যাপক ডা. এস এম ফরিদুজ্জামান (01712-122915) শনি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত।

চর্মরোগ বিষয়ক 
১. ডা. শামসাদ বেগম (01715-028128) শনি, সোম ও বুধবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত। তিনি ২৭ মে থেকে টেলিমেডিসিন সেবা দেবেন।

ফ্যামিলি মেডিসিন বিষয়ক 
১. অধ্যাপক ডা. মজিবুল হক (01730-021230) প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত।     

শিশু ও কিশোর রোগ বিষয়ক 
১. অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম (01711-112243) প্রতিদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত।     
২. ডা. আশীষ কুমার ঘোষ প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা
১. অধ্যাপক ডা. শামীমা সুলতানা (01713-453216) রোব, মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত। তিনি ২৭ মে থেকে টেলিমেডিসিন সেবা দেবেন।
২. ডা. বিলকিস বেগম (01715-469144) প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত।
৩. ডা. ফ্লোরিডা (01711-153656) প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত।

শল্য চিকিৎসা বিষয় 
১. অধ্যাপক ডা. শামসুল আলম ফারুক (01711-542982) শনি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।
২. ডা. মো. এহসান-উল-বারী (01717-061775) প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।

হাড় জোড়া বিষয়ক
১. অধ্যাপক ডা. শাকিল আখতার (01711-564681) শনি থেকে বুধবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত।
২. ডা. আমির হোসেন (01711-542064) শনি, সোম ও বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।
৩. ডা. সারোয়ার ইবনে সালাম (01740-559555) শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।

নাক, কান ও গলা রোগ বিষয়ক
১. অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন (01711-400356) প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দেবেন।

বাংলাদেশ সময় ২১৪০ ঘন্টা. মে ২৩. ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।