ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মঙ্গলবার থেকে খোলা ফিভার ক্লিনিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
মঙ্গলবার থেকে খোলা ফিভার ক্লিনিক

ঢাকা: আগেই জানানো হয়েছিল শুধু ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিক ও করোনা ভাইরাস ল্যাবরেটরি। তাই ঘোষণা অনুযায়ী ঈদের পরদিন মঙ্গলবার (২৬ মে) থেকে খুলছে বিএসএমএমইউর বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিক ও করোনা ভাইরাস ল্যাবরেটরি।

সোমবার (২৫ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগের দিন রোববার (২৪ মে) খোলা ছিল ফিভার ক্লিনিক।

এ দিনে ফিভার ক্লিনিকে ৩৪০ জনসহ বিএসএমএমইউতে ১২ হাজার ১৬০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ৪১৬ জনসহ এ পর্যন্ত ১২ হাজার ৩০১ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে, বিএসএমএমইউ হাসপাতালে আন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে। তবে ২৬ মে (মঙ্গলবার) বহির্বিভাগ বন্ধ থাকবে এবং পরের দিন ২৭ মে (বুধবার) থেকে যথারীতি বহির্বিভাগ খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৫, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।