ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, জুন ২, ২০২০
বগুড়ায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত

বগুড়া: বগুড়ায় ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯২ জনে দাঁড়ালো।

সোমবার (০১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ২৮ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২০টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজিটিভ আসে।

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে জেলার মোট ১৮৮টি নমুনাসহ এ পর্যন্ত মোট ৬ হাজার ৮২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৩৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, সোমবার আক্রান্তদের মধ্যে কয়েকজনের উপসর্গ রয়েছে। বাকিদের অধিকাংশই উপসর্গ ছাড়া সুস্থ আছেন। তাই তাদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।