ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জুন ২, ২০২০
করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মনজুর রশিদ চৌধুরী নামে আরেক চিকিৎসক। মনজুর রশিদ চৌধুরী ২০১৭ সালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অবসরে যান।

মঙ্গলবার (২ জুন) ঢামেক হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আমানুর রসুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনজুর রশিদ চৌধুরী ২০১৭ সালে ঢামেক হাসপাতাল থেকে অবসরে যান।

মৃত্যুর আগে তিনি আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালেই ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (বিএমএ) ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জানান, এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০২, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।