ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা চিকিৎসায় কুমেক হাসপাতালে ১ কোটি টাকা বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুন ৬, ২০২০
করোনা চিকিৎসায় কুমেক হাসপাতালে ১ কোটি টাকা বরাদ্দ কুমেক হাসপাতাল

কুমিল্লা: করোনারোগীদের জন্য আরও একটি পিসিআর মেশিন এবং প্লাজমা মেশিনের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের নির্দেশনা অনুযায়ী এক কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

গত ৩ জুন কুমেকের আইসিইউসহ ডেডিকেটেড করোনা হাসপাতাল উদ্বোধনকালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুরোধে এলজিআরডি মন্ত্রী এই বরাদ্দের ব্যবস্থা করেন।

‘বিশেষ বরাদ্দ (মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী)’ উপখাত হতে মঞ্জুরকৃত এ

অর্থ দিয়ে কুমেক পিসিআর মেশিন ও প্লাজমা থেরাপির জন্য প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হবে।

ইতোমধ্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুরোধে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম কুমেক ১০টি আইসিইউ বেডসহ ১৫৫টির বেডের ডেডিকেটেড করোনা হাসপাতালের জন্য ১ কোটি ২৫ লাখ টাকার বিশেষ বরাদ্দ দেন।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।