ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ৫৫৭ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জুন ৬, ২০২০
কিশোরগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ৫৫৭ জন

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭ জন।

শুক্রবার (০৫ জুন) দিনগত রাত সোয়া ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি জানান, রোববার (৩১ মে) সংগৃহীত নমুনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো ১৪১ জনের নমুনা ও বুধবার (৩ জুন) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১২০ জনের নমুনাসহ মোট ২৬১ জনের প্রতিবেদন পাওয়া গেছে।

এর মধ্যে নতুন ৫৪ জনসহ ভৈরব উপজেলার পুরাতন ৫ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ২০২ জনের নেগেটিভ এসেছে।

আক্রান্তদের ৫৪ জনের মধ্যে-কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, ভৈরব উপজেলায় ১৭ জন, কটিয়াদী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, কুলিয়ারচর উপজেলায় ৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় একজন রয়েছেন।  

এনিয়ে জেলায় মোট ৫৫৭ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া শুক্রবার ৩ জনসহ মোট ২১৯ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় ২ জনসহ মোট ১৪ জন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। বর্তমানে জেলার ৩২৪ জন ও অন্য জেলা হতে আগত ২ জনসহ মোট ৩২৬ জন করোনা পজিটিভ রোগী ও ৭ জন রোগী নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি জেলায় ১৪৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, ০৬ জুন, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।