ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিবারসহ করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, জুন ১১, ২০২০
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিবারসহ করোনা আক্রান্ত

যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপ কুমার রায় পরিবারসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বাংলানিউজকে বলেন, জেলা সদরের প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা দিলিপ কুমার রায় ও তার ১৬ বছর বয়সী মেয়ে ও ব্যক্তিগত গাড়ির চালক রানা প্রসাদ সানি (৪৮) করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন দিলিপ রায়ের স্ত্রী ডা. অঞ্জলী রায়েরও করোনা পজেটিভ আসে।

 


তিনি জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপসহ তার পরিবারের সদস্যরা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তত্ত্বাবধায়কের স্ত্রী ডা. অঞ্জলী যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। তিনি আগে থেকেই ক্যানসারে আক্রান্ত।

যশোরের সিভিল সার্জন ডা. মো. আবু শাহীন বাংলানিউজকে বলেন, এ পর্যন্ত যশোর জেলায় ১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ১১, ২০২০
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।