ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: খাগড়াছড়িতে পুলিশ-ডাক্তার-নার্সসহ শনাক্ত আরও ২৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ১৩, ২০২০
করোনা: খাগড়াছড়িতে পুলিশ-ডাক্তার-নার্সসহ শনাক্ত আরও ২৩ ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে চিকিৎসক, পুলিশ, নার্সসহ আরও ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য, একজন চিকিৎসক এবং একজন নার্স রয়েছে।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮। খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে খাগড়াছড়ি সদরে তিনজন, মাটিরাঙ্গায় একজন, মানিকছড়িতে সাতজন, রামগড়ে আটজন, দীঘিনালায় তিনজন ও মহালছড়িতে একজন। এছাড়া, আরও দু’জনের শরীরে দ্বিতীয় ধাপের পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন বলেন, ‘কক্সবাজারের উখিয়ায় দ্বায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা খাগড়াছড়ি ফিরলে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আমরা তাদের ব্যাপারে বিশেষ সতর্কতা নিয়েছি। ’

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, ‘এটি খাগড়াছড়ির একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। মোট ৭৮ জন শনাক্ত রোগীর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ’

তিনি সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।