ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

দেশে একদিনে ১৫ হাজার ২৯৭ জন সুস্থ হওয়ার খবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুন ১৫, ২০২০
দেশে একদিনে ১৫ হাজার ২৯৭ জন সুস্থ হওয়ার খবর

ঢাকা: রোববার (১৪ জুন) ব্রিফিংয়ে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট সুস্থ বলা হয়েছিল ১৮ হাজার ৭৩০। সোমবার (১৫ জুন) বলেছে, মোট সুস্থ ৩৪ হাজার ২৭ জন। অর্থাৎ একদিনে ১৫ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল থেকে সুস্থতার হারে এত পার্থক্য কেন, এ প্রসঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত দিনের চেয়ে আমরা আজ সুস্থতা অনেক বেশি বলছি। কারণ আজ যাদের সুস্থ হওয়ার কথা বলছি, তাদের মধ্যে শুধু হাসপাতালে না, বাসায় এবং যারা উপসর্গহীন ছিলেন, তাদের তথ্য এসেছে।

সবাই এটার মধ্যে যোগ হয়েছেন।

দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। সবমিলে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।