ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুমিল্লায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
কুমিল্লায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো

কুমিল্লা: গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে জেলাটি মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮ জনে। আর জেলাটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

সোমবার (১৫ জুন) ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৮৩ জন। এদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনে ৬৩ জন, দেবিদ্বার উপজেলায় ১২ জন, কুমিল্লা সদর দক্ষিণে চার জন ও নাঙ্গলকোট উপজেলায় ৪ জন।

আর নতুন করে করোনায় আক্রান্ত ৫১ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে রয়েছেন ১৪ জন, লাকসামে সাত জন, বুড়িচংয়ে পাঁচ জন, বরুড়ায় দুই জন, ব্রাহ্মণপাড়ায় সাত জন, দেবিদ্বারে ১১ জন, মুরাদনগরে এক জন, নাঙ্গলকোটে এক জন, লালমাইয়ে এক জন, সদর দক্ষিণে এক জন ও মনোহরগঞ্জ উপজেলায় এক জন।

কুমিল্লায় মোট করোনা আক্রান্ত ২ হাজার ৮ জনের মধ্যে দেবিদ্বার উপজেলায় রয়েছেন ২২৪ জন, মুরাদনগর ১৭৯ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ৪৩৮ জন, লাকসামে ১৪৫ জন, চান্দিনায় ১৪৮ জন, তিতাসে ৪৩ জন, দাউদকান্দিতে ৭৪ জন, বরুড়ায় ৫৭ জন, বুড়িচংয়ে ১২০ জন, মনোহরগঞ্জ ৩১ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৮ জন, নাঙ্গলকোটে ৯১ জন, হোমনায় ৩৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৪৩ জন, লালমাইয়ে ১৭ জন, চৌদ্দগ্রামে ১৭৬ জন, আদর্শ সদরে ৯২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৪ হাজার ৩০০ জনের। আর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ৬৬৫ জনের। এদের মধ্যে মোট ২ হাজার ৮ জনের করোনা পজিটিভ আসে। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট ৫৪ জন ও সুস্থ হয়েছেন মোট ৪৬৯ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।