ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ভেন্টিলেটরে লড়ে ফিরলেন ৬ করোনা রোগী

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০২০
ঢামেকে ভেন্টিলেটরে লড়ে ফিরলেন ৬ করোনা রোগী

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ভাইরাস ইউনিট চালু হয়েছে প্রায় দুই মাস হয়েছে। এরইমধ্যে দুই ইউনিটে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে ছয় সিরিয়াস রোগীকে ভেন্টিলেটর থেকে ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকা মেডিক্যালে সুস্থ হওয়াদের মধ্যে বেশির ভাগই করোনা রোগী ছিলেন। এছাড়া কিছু ছিলেন করোনা সাসপেক্টেড হিসেবে।

এদিকে, ভেন্টিলেটর থেকে সুস্থ হয়ে ওঠা ছয় রোগী ইতোমধ্যেই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে ঢামেক হাসাপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে এ তথ্য দেন।

একেএম নাসির উদ্দিন বলেন, ঢামেকে দুটি ভবনকে করোনা ইউনিট করা হয়েছে। একটি হচ্ছে বার্ন ইউনিটে। অপরটি নতুন ভবনে। দেশে করোনার প্রাদুর্ভাবের পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা কোভিড-১৯ রোগীদের ঢামেক হাসপাতালে ভর্তি শুরু করি। দুই মাসের কিছু কম হবে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ১৫ জুন পর্যন্ত এক হাজার রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন।

এদের মধ্যে অধিকাংশই করোনায় আক্রান্ত ছিলেন। আবার এদের মধ্যে ছয়জন সিরিয়াস কোভিড-১৯ রোগী, যারা ভেন্টিলেটর থেকে ফিরে এসেছেন। পরবর্তীকালে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি গেছেন। এই ছয়জনের মধ্যে ২৫ থেকে ৫০ বছরের ব্যক্তিরা ছিলেন।

তিনি বলেন, সুস্থতার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কিন্তু কম না। কারণ দেখা গিয়েছে, অনেক রোগী আগে থেকেই নানা রোগে আক্রান্ত। তারপরে আবার করোনা আক্রান্ত হয়েছেন। এসব রোগীর মৃত্যুর হার বেশি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢামেক হাসপাতালে সাসপেক্টেড ও কোভিড-১৯ এবং নন-কোভিড মিলে ২৬ জন মারা গেছেন। এখন হাসপাতালে সাসপেক্টেড ও করোনা রোগীর সংখ্যা বেশি। অন্যান্য রোগীর সংখ্যা কম।

ঢাকা মেডিক্যাল পরিচালক বলেন, করোনার আগে সাধারণ দিনে পুরো হাসপাতালজুড়ে প্রায় ৩৫ থেকে ৪০ জন রোগী প্রতিদিন মারা যেতেন বিভিন্ন রোগে। সেই তুলনায় এখন হাসপাতালে মৃত্যুর সংখ্যা কম। ঢাকা মেডিক্যাল হাসপাতালের দুটি করোনা ইউনিটে ১৫ জুন ৬০০ এর বেশি করোনা ও সাসপেক্টেড রোগী ভর্তি আছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।