ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালের ল্যাবে নমুনা সংগ্রহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৬, জুন ১৮, ২০২০
মমেক হাসপাতালের ল্যাবে নমুনা সংগ্রহ বন্ধ

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মাইক্রোবায়ােলজি বিভাগের ল্যাবে করােনা শনাক্তের পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরবর্তী ঘােষণা না দেওয়া পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) রাতে ময়মনসিংহ সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৮ জুন)  থেকে পরবর্তী ঘােষণা না দেওয়া পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ করা বন্ধ থাকবে।

নতুন কিট আসছে বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই একদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

এদিকে, বুধবার (১৭ জুন) কারিগরি ত্রুটির কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। বুধবারের রিপাের্ট পরবর্তীতে দেওয়া করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
একে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।