ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় একদিনে ৯৭ জনের করোনা শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১১, জুন ১৮, ২০২০
খুলনায় একদিনে ৯৭ জনের করোনা শনাক্ত

খুলনা: খুলনায় একদিনে করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড গড়েছে। বুধবার (১৭ জুন) খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৭টি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বুধবার রাতে খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বাংলানিউজকে জানান, এদিন খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ২৭০টি।

এদের মধ্যে ১০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৯৭ জনই খুলনা জেলার। এছাড়া রয়েছেন দু’জন বাগেরহাটের, দু’জন যশোরের ও নড়াইলের একজন।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে, খুলনায় বুধবার দুপুর পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৪৯২ জন। যার মধ্যে মারা গেছে নয় জন আর সুস্থ হয়েছেন ৭৫ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন। এছাড়া বুধবার ৯৭টি করোনা পজিটিভের মধ্যে কয়েকটি ফলোআপ বাদে প্রায় ৯০ জনের অধিক নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।