ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যবিপ্রবির ল্যাবে আরও ৭২ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
যবিপ্রবির ল্যাবে আরও ৭২ জনের করোনা শনাক্ত

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

শুক্রবার (০৩ জুলাই) সকালে  ঘোষিত করোনার টেস্টের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও  এনএফটি বিভাগের চেয়ারম্যান  ড. শিরিন নিগার বাংলানিউজকে বলেন, যশোরের ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের, মাগুরার ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সাতক্ষীরার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ মোট ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা পজিটিভ এবং ১৯৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
ইউজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।