ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
খুলনায় শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

খুলনা: খুলনায় শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাব সম্মেলন কক্ষে করোনা ভাইরাসে আক্রান্তদের অক্সিজেন ও মেডিসিন সেবায় রোটারি অব খুলনা প্যারাগণের উদ্যোগে এবং খুলনা জেলা পরিষদের সহায়তায় এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়।



শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রধান উদ্দেশ্য করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনসেবা, গরিব ও অসহায় করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং গবিব ও অসহায় রোগীদের জন্য লকডাউন চলাকালীন জরুরি নিত্যপ্রয়োজনীয় সমগ্রী বিনামূল্যে বিতরণ করা। করোনাকালে এ ক্লাবের উদ্যোগে একশত পাঁচটি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের গভর্নর মো. রুবায়েত হোসেন।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি অব খুলনা প্যারাগণের সভাপতি ডা. সুবেদ মণ্ডল, সহ-সভাপতি শেখ আবু হানিফ, মো. মহিদুল ইসলাম টুটুল, আশিষ দে, মো. ফরহাদ আহমেদসহ রোটারি অব খুলনা প্যারাগণের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।