ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

খুলনার এসপি শ‌ফিউল্লাহ সপ‌রিবা‌রে ক‌রোনা আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, আগস্ট ৩০, ২০২০
খুলনার এসপি শ‌ফিউল্লাহ সপ‌রিবা‌রে ক‌রোনা আক্রান্ত

খুলনা: খুলনা জেলা পু‌লিশ সুপার (এসপি) এস এম শ‌ফিউল্লাহ সপ‌রিবা‌রে ক‌রোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছেন। এসপি শ‌ফিউল্লাহকে খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (খুমেক) হাসপাতা‌লের ভিআই‌পি কে‌বি‌নে রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

প‌রিবা‌রের অন‌্য সদস‌্যদের বাসায় আই‌সো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে।  

রোববার (৩০ আগস্ট) বিকেলে এসপি শ‌ফিউল্লাহর বন্ধু খুমেক হাসপাতা‌লের সহকারী অধ‌্যাপক ডা. শহীদুল ইসলাম মুকুল বাংলানিউজকে ব‌লেন, এস‌পি শ‌ফিউল্লাহ ও তার মা, স্ত্রী, দুই সন্তানের গত ২৬ তা‌রি‌খে ক‌রোনা শনাক্ত হয়। তারা বা‌ড়িতে আই‌সো‌লেশ‌নে আ‌ছেন। কিন্তু আ‌গে থে‌কে অ্যাজমা সমস‌্যা থাকার কার‌ণে এসপি শ‌ফিউল্লাহ‌কে শ‌নিবার (২৯ আগস্ট) বি‌কে‌লে খুমেক হাসপাতা‌লের ভিআই‌পি কে‌বি‌নে ভ‌র্তি করা হয়। তার শারী‌রিক অবস্থা স্থিতিশীল র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।