ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় বিদ্যানন্দের ভাসমান হাসপাতালের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
খুলনায় বিদ্যানন্দের ভাসমান হাসপাতালের যাত্রা শুরু

খুলনা: স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ উদ্যোগে জীবন খেয়া নামে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপরে খুলনা জেলার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা দেওয়ার মাধ্যমে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।



আটজন চিকিৎসক, দু’জন দন্ত এবং দু’জন চক্ষু বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী দুই মাস ধরে খুলনা, বরিশাল, চাঁদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর হয়ে নোয়াখালীর বিশটি স্পটে ক্যাম্প করে চিকিৎসা দেবে।

উপকূলীয় এলাকা ও চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য এই ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশন মেডিক্যাল টিম প্রধান ডা. হোসাইন করিম।

ডা. হোসাইন করিম আরও জানান, বানীশান্তা পল্লীতে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। চিকিৎসাসেবার পাশাপাশি, তারা বিনামূল্যে ওষুধ দেওয়া, ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।