বান্দরবান: বান্দরবানে আবার বেড়েছে করোনার প্রকোপ। গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ জন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা এ তথ্য জানিয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদরে ৩৩ জন, রোয়াংছড়িতে ১ জন, লামা উপজেলায় ২ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ জন রয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৪শ’ ৯৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জন মৃত্যুবরণ করেছেন।
ডা. অং সুই প্রু মারমা বলেন, জেলায় এই পর্যন্ত ২হাজার ৪শ’ ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ হাজার ৩শ’ ৬১ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও বলেন, করোনা থেকে বাচঁতে আমাদের ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেডএ