ঢাকা: নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তর।
সোমবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ঔষধ প্রশাসন অধিদপ্তরে নাপা সিরাপে শিশুমৃত্যুর বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেক্সিমকোর তিনটি ব্যাচের দুটি করে ছয়টিসহ অভিযুক্ত দোকান থেকে সংগৃহীত আরও দুটি সিরাপের মান পরীক্ষা করে দেখা গেছে, ওষুধের গুণগতমান সঠিক ছিল। সবগুলোর ফল পজিটিভ এসেছে। এসব সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মাঠ পর্যায় থেকে যে ঔষধগুলো আমাদের কাছে আসছে, আমরা সেগুলোও পরীক্ষা করে দেখছি, সেগুলো পরীক্ষা করে ফলাফল আমরা জানাবো, তবে এখন পর্যন্ত আমরা যে লট পরীক্ষা করেছি, তাতে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু, নমুনা পরীক্ষার নির্দেশ
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরকেআর/এমজেএফ