ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে পশ্চিম ইন্দোনেশিয়ায়। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিংকিলের ৪৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।  কম্পনের উৎসস্থল ছিল শহরের ৪৮ কি.মি. দক্ষিণ-দক্ষিণ-পূর্ব প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮ কি.মি. গভীরে।

এদিকে, ভূমিকম্পের জেরে এখনও কোনো সুনামি সতর্কতা জারি করেনি ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও জিওফিজিক্স এজেন্সি।

দুই কোটি ৭০ লাখ মানুষের দেশ ইন্দোনেশিয়া। বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় আগ্নেয়গিরির চাপে প্রায়ই দেশটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শিকার হয়।

গত বছরের ২১ নভেম্বর ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে কমপক্ষে ৩৩১ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অন্তত ৬০০ জন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।