ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলের বিশেষ বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ইসরায়েলের বিশেষ বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত 

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিনে এক অভিযানে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময় আগে আরেক অভিযানে আরও ছয় ফিলিস্তিনি এই শহরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়।

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সকালে তিনজন গুলিতে নিহত হয়েছেন। এদের শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন, ২২ বছর বয়সী আহমেদ ফাশাফশেহ, ২৬ বছর বয়সী সুফিয়ান ফাখোরি ও ২৫ বছর বয়সী নায়েফ মালয়শেহ।

মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ ১৪ বছর বয়সী ওয়ালিদ নাসের নামে আরেক কিশোর বৃহস্পতিবার মারা যায় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  

জেনিনের দক্ষিণে জাবা গ্রামে ফাশাফশেহ, সুফিয়ান ও নায়েফ একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়।

ইসরায়েলি বিশেষ বাহিনী জাবায় স্থানীয় সময় ভোর ৬টার দিকে অভিযান শুরু করে। আন্ডারকভার ইউনিট বেসামরিকের বেশে এই অভিযানে অংশ নেয়।  

স্থানীয় গণমাধ্যম খবর ছেপেছে, ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।