ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে নারী শিক্ষা নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্ট গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আফগানিস্তানে নারী শিক্ষা নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্ট গ্রেফতার 

আফগানিস্তানে নারী শিক্ষা নিয়ে কাজ করা প্রতিশ্রুতিশীল এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তালিবান। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম মতিউল্লাহ ওয়েসা।

 

গত কয়েক বছর ধরে তিনি আফগানিস্তানে ঘুরে ঘুরে শিশুদের শিক্ষা কার্যক্রমে আনার চেষ্টা করেন। এতে প্রায়ই তিনি হুমকি পান।  

ওয়েসাকে কী কারণে গ্রেফতার করা হয়েছে, সে কথা জানায়নি তালিবান কর্তৃপক্ষ। নারী শিক্ষা নিয়ে প্রচারণা চালানোয় বেশ কয়েকজন কর্মী বন্দি রয়েছেন। ঠিক এমন সময়ই গ্রেফতার হলেন তিনি।

ওয়েসা আফগানিস্তানে শিক্ষা নিয়ে কাজ করা অতি পরিচিতজন। পেনপাথ নামক একটি দাতব্য সংস্থার মাধ্যমে তিনি কাজ করেন। ২০২১ সালে তালিবান নারী শিক্ষা নিষিদ্ধ করার পর থেকে সংস্থাটি প্রচারণা চালিয়ে আসছে।  

তার সর্বশেষ টুইট ছিল সোমবার। ওই টুইট পোস্টের ছবিতে পেনপাথের নারী স্বেচ্ছাসেবকরা কন্যাসন্তানদের শিক্ষার অধিকার চাইছিলেন।  

আফগানিস্তানে জাতিসংঘ মিশন ওয়েসার মামলাটি নিয়ে কথা বলেছে। মিশন তার গ্রেফতারের বিষয়ে তালিবানের কাছে স্পষ্ট উত্তর চায়।  

ওয়েসার ভাই এএফপিকে বলেন, সোমবার সন্ধ্যার দিকে কাবুলে একটি মসজিদের সামনে দুটি গাড়িতে থাকা ব্যক্তিরা তার পথরোধ করে। ওয়েসা যখন তাদের পরিচয়পত্র দেখতে চায়, তখন তারা তাকে পিটিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।  

গত এক দশকে ওয়েসা আফগানিস্তানের শতাধিক জেলা ঘুরেছেন এবং সেখানকার লোকদের শিক্ষা নিয়ে সচেতন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।