ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের কাছে আরও ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চেয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ভারতের কাছে আরও ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চেয়েছে ইউক্রেন

ইউক্রেন ভারতের কাছে আরও ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চেয়েছে। জেলেনস্কি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা চারদিনের ভারত সফরে এসে এই সহায়তা চেয়েছেন।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বুধবার ছিল জাপারোভার ভারত সফরের শেষ দিন। গেল বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর ভারতে এটিই ইউক্রেনের কোনো মন্ত্রীর প্রথম সফর।

জাপারোভা ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে আলোচনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি চিঠিও হস্তান্তর করেন তিনি।  
 
চিঠিতে কী লেখা ছিল, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।  

মন্ত্রণালয় বলেছে, যুদ্ধের শুরু থেকেই ভারত ইউক্রেনে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ মানবিক সাহায্য পাঠিয়েছে। দেশটিতে স্কুলবাস সরবরাহের পরিকল্পনাও ভারতের রয়েছে।  

মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে অবকাঠামো পুনঃনির্মাণ ভারতীয় কোম্পানিগুলোর জন্য একটি সুযোগ হতে পারে বলে জানিয়েছেন জাপারোভা।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।