রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক আছে।
এ ছাড়া লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দরের একটি জ্বালানি রপ্তানি টার্মিনালেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। স্থানীয় গভর্নর জানান, অন্তত ১০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) উভয় পক্ষকেই পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপন
রোববার ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণার (১৯৯১) বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিয়েভ পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
জেলেনস্কির প্রধান সহযোগী আন্দ্রিয় ইয়েরমাক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসে বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা সবসময় আমাদের পাশে থেকেছে।
আরএইচ