ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঈদের তারিখ ঘোষণা করল যে সাত দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ঈদের তারিখ ঘোষণা করল যে সাত দেশ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ার আাকশে। অর্থাৎ এই সাত দেশে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

 

ইতোমধ্যে এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে।  

দেশটির ‘দ্য কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ একই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মালয়েশিয়ার মুসলিমরা আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।  

সিএনএন ইন্দোনেশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় ১৪৪৪ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে ইন্দোনেশিয়ায় শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার ব্রুনাইয়ের দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে শনিবার ঈদুল ফিতর পালন করবে দেশটি।

অন্যদিকে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। এক বিবৃতিতে তারা বলেছেন, চাঁদ দেখতে পেলেই সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করুন।  

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, খালি চোখে বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

যুক্তরাজ্যের এইচ এম নটিক্যাল অ্যালমানাক দপ্তর জানিয়েছে, বিশ্বের যেসব দেশে গত ২৩ মার্চ রোজা শুরু হয়েছে, সেসব দেশের মানুষরা ২০ এপ্রিল সন্ধ্যায় পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ৪টা ১৩ মিনিট থেকে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। তবে তা নির্দিষ্ট পরিস্থিতিতে কেবল উত্তর আমেরিকার আকাশ থেকে এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল  ২০,  ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।