ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা

অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। শুক্রবার (২১ জুলাই) নাবলুস শহর ও রামাল্লাহ শহরের কাছের উম্মে সাফা গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার পশ্চিম তীরে পাথর নিক্ষেপকারীদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ তথ্য জানিয়েছে।  

ইসরায়েলের সীমান্ত পুলিশ বলেছে, মুখোশ পরিহিত সন্দেহভাজন ফিলিস্তিনিদের পাথর ও ঢিল নিক্ষেপের ফলে সৈন্যদের জীবন ঝুঁকির মুখে পড়ে। ফলে তারা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উম্মে সাফা গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। এ ছাড়া নাবলুস শহরের কাছে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করে। এই ঘটনায় এক ফিলিস্তিনি আহত হন। পরে তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।