ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠক করবেন বেলারুশের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
পুতিনের সঙ্গে বৈঠক করবেন বেলারুশের প্রেসিডেন্ট

রাশিয়ায় সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

রোববার (২৩ জুলাই) বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেলারুশিয়ান রাষ্ট্রপ্রধান শনিবার সন্ধ্যায় রাশিয়ায় পৌঁছেছেন।

ক্রেমলিন প্রেস সার্ভিস এর আগে বলেছিল যে, বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ায় সফর করছেন। উভয় দেশের ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও জোরালো করার বিষয়ে কথা বলতে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি।

মিনস্কের কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, এই দুই প্রেসিডেন্ট- নিরাপত্তা, আন্তর্জাতিক এজেন্ডা, অর্থনৈতিক সহযোগিতা, ইউনিয়ন রাজ্য কর্মসূচি বাস্তবায়ন, অবৈধ নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে বলে মস্কো ঘোষণা দিয়েছিল। তার দুইদিন পর (রোববার) এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।