ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
হোয়াইট হাউসের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি।  

মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সমর্থনকে আরও জোরালো করার জন্য মঙ্গলবার একটি বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, দুই নেতা ইউক্রেনের জরুরি প্রয়োজন এবং এ সংকটময় মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।  

জেলেনস্কি গত ২১ সেপ্টেম্বর ওয়াশিংটন সফর করেছিলেন। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট নিউইয়র্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছান। পরে তিনি সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নেন।

সূত্র: তাস

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।