ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১০ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১০ পুলিশ সদস্য

পাকিস্তানের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটিতে জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতা বেড়েছে।

খবর আল জাজিরার।  

সোমবার পুলিশ বলেছে, হামলাকারীরা খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল জেলায় একটি পুলিশ স্টেশনে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। সেখানে ১০ জন নিহত হন, আর আহত হন অন্তত ছয়জন।

পুলিশ বলছে, অঞ্চলটি তারা ঘিরে রেখেছে এবং সেখানে অভিযান চালিয়ে হামলাকারীদের খুঁজছে।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিপিজে) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।  

সশস্ত্র গোষ্ঠীটি বেআইনি পাকিস্তানি তালিবানের (টিটিপি) একটি শাখা বলে মনে করা হয়। টিটিপি পাকিস্তানের সরকারকে উৎখাত করে কঠোর ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।  

বেশ কয়েক বছর ধরে সংগঠনটি রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনে হামলা চালিয়ে আসছে। ডেরা ইসমাইল খান এক সময় টিটিপির শক্ত ঘাঁটি ছিল।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।