ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতকে ‘সাইবার শত্রু’র তালিকায় অন্তর্ভুক্ত করল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ভারতকে ‘সাইবার শত্রু’র তালিকায় অন্তর্ভুক্ত করল কানাডা

ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই জাস্টিন ট্রুডো সরকার ভারতকে ‘সাইবার শত্রু’র তালিকায় অন্তর্ভুক্ত করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সাম্প্রতিক ‘ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫-২০২৬’ শীর্ষক প্রতিবেদনে কানাডা সরকার ইঙ্গিত দিয়েছে, ভারতের দিক থেকে রাষ্ট্র-সমর্থিত ব্যক্তি বা গোষ্ঠী কানাডার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কার্যকলাপে জড়িত থাকতে পারে।  

চলমান কূটনৈতিক বিরোধের মধ্যেই এমন পদক্ষেপ নিল কানাডা। দেশটির সাম্প্রতিক তালিকায় ভারতের স্থান পঞ্চম। শীর্ষে রয়েছে চীন, এরপর রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন ধারণা করা হচ্ছে, ভারতীয় রাষ্ট্র-সমর্থিত ব্যক্তি বা গোষ্ঠী সম্ভবত কানাডা সরকারের নেটওয়ার্কের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে সাইবার কার্যক্রম পরিচালনা করছে।
 
২০২৩ সালে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর থেকে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক অবনতির দিকে যেতে থাকে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ, এ হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ কানাডার কাছে রয়েছে।

কানাডার কমিউনিকেশনস সিকিউরিটি এস্টাবলিশমেন্টের অন্তর্ভুক্ত কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি (সাইবার সেন্টার) ৩০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে কানাডিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থাকা হুমকিগুলো তুলে ধরা হয়।  

২০১৮, ২০২০ ও ২০২৩-২৪ সালের প্রতিবেদনে ভারতের নাম ছিল না।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।