গাজার খান ইউনুসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলার পর আরও একজনের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহত যুবক ইউসুফ আল-খাজান্দার হামলার সময় ওই এলাকায় ছিলেন।
এর আগে আলজাজিরা জানিয়েছিল, ইসরায়েলি ওই হামলায় সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি নিহত হয়েছেন।
এই হামলায় আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন—আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমজেএফ