ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির পাঞ্জাবে আদমপুর বিমানঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে তিনি সেখানে যান।
পরে এক্স হ্যান্ডলে তিনি এই সাক্ষাৎ নিয়ে পোস্ট করেন।
গত সপ্তাহে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে হামলা চালায়। পরে দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়।
পাকিস্তান এর আগে দাবি করেছিল, তাদের সামরিক বাহিনী ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
তবে ভারতের সামরিক বাহিনী সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, পাকিস্তান হামলার চেষ্টা করেছিল। তবে তা ঠেকিয়ে দেওয়া হয়েছে।
এক্স হ্যান্ডলে মোদী লেখেন, আজ সকালে আমি আদমপুর ঘাঁটি পরিদর্শন করেছি। আমি সেখানে আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা সাহস ও নির্ভয়ের প্রতীক। তাদের কাছে যাওয়া এক বিশেষ অভিজ্ঞতা।
তিনি আরও লেখেন, ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ।
এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার ২২ মিনিটের ভাষণে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে অভিযুক্ত করে কড়া হুঁশিয়ারি দেন।
আরএইচ