ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোইয়ের তাণ্ডব: নিহত ২৬, নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, সেপ্টেম্বর ২৯, ২০২৫
ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোইয়ের তাণ্ডব: নিহত ২৬, নিখোঁজ ১৪

প্রবল শক্তি নিয়ে আঘাত হানা সুপার টাইফুন ‘রাগাসা’র ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে মৌসুমি ঝড় ‘বুয়ালোই’ তাণ্ডব চালিয়েছে ফিলিপাইনে। এই ঝড়ে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে।

আহত হয়েছেন অন্তত ৩৩ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) জানিয়েছে, ঝড়টি দেশের একাধিক প্রদেশ ও অঞ্চলে আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন এবং ভিসায়াসের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে।

দুর্যোগ দপ্তরের তথ্য অনুযায়ী, বিকোল থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোন থেকে ২ জন এবং ভিসায়াস থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসেই বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার থেকেই ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে ঝড়ের পূর্বাভাসে শুরু হয়েছিল ভারী বর্ষণ। শনিবার মূল আঘাত হানার আগে থেকেই উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় অন্তত ৭ লাখ ৩৮ হাজারের বেশি পরিবারকে। ঝড়ের তাণ্ডব কাটলেও এখনো ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৪৬ হাজার ৬১১টি পরিবারের মোট প্রায় ১ লাখ ৬৩ হাজার মানুষ।

এদিকে প্রবল বৃষ্টি, বন্যা, ঝড়ো বাতাস ও ভূমিধসে এখন পর্যন্ত ৮ হাজার ৯১৬টি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে ত্রাণ ও এককালীন অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন ও জাতীয় দুর্যোগ দপ্তর। এখন পর্যন্ত অন্তত ১ লাখ ৪৯ হাজারের বেশি পরিবার ত্রাণ সহায়তা পেয়েছে।

এর আগে মাত্র এক সপ্তাহ আগে ফিলিপাইনে আঘাত হেনেছিল সুপার টাইফুন রাগাসা। সেই ঝড়ে দেশটি ও প্রতিবেশী ভিয়েতনামে ২০ জনের প্রাণহানি ঘটে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।