ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কান্দাহারে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ ন্যাটো সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, এপ্রিল ২৬, ২০১৪
কান্দাহারে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ ন্যাটো সৈন্য নিহত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে যুক্তরাজ্যের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটোর পাঁচ সৈন্য নিহত হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শনিবার এ খবর জানিয়েছে।



নিহতদের জাতীয়তা জানা না গেলেও মনে করা হচ্ছে তারা ব্রিটিশ নাগরিক।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শত্রুর আক্রমণ না হলেও কান্দাহারের পর্বত এলাকায় হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রতির‌ক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‍আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পর্বত এলাকায় যুক্তরাজ্যের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

এর আগে, এক বিবৃতিতে আন্তর্জাতিক বাহিনীর জোট আন্তর্জাতিক নিরাপত্তা সহকারী বাহিনী (ইসাফ) জানায়, শত্রুর আক্রমণ বলে মনে করা হচ্ছে না, বিধ্বস্ত হওয়ার আসল কারণ বের করতে তদন্ত চলছে।

এই বছরের শেষ দিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।