ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টিআই’র দুর্নীতিবিরোধী পুরস্কার পেলেন আফ্রিকার নারী আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
টিআই’র দুর্নীতিবিরোধী পুরস্কার পেলেন আফ্রিকার নারী আইনজীবী ছবি: সংগৃহীত

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী পুরস্কারের জন্য মনোনীত হলেন দক্ষিণ আফ্রিকার এক নারী ‍আইনজীবী। থিউলি মাদোনসেলাকে ২০১৪ সালের এর ইনটেগ্রিটি অ্যাওয়ার্ডের জন্য ঘোষণা করে টিআই।



বার্লিন ভিত্তিক সংগঠনটি শুক্রবার এক বিবৃতিতে জানান, দক্ষিণ আফ্রিকায় দুর্নীতির বিরুদ্ধে সাহসী অবস্থানের জন্য মনোনীত করা হয়েছে থিউলি মাদোনসেলাকে। এ সময় তাকে অনমনীয় এবং অনুপ্রেরণাদায়ী হিসেবেও উল্লেখ করে টিআইবি।

টিআইএর ইনটেগ্রিটি অ্যাওয়ার্ড কমিটির চেয়ারপার্সন জেসি ওয়েলিয়ামুনা বলেন, থিউলি মাদোনসেলার কর্মে ‘দুর্নীতিবাজ তার কর্ম সমেত পার পেতে পারে না’ টিআই এর এই আপ্ত বিশ্বাস প্রতিফলিত হয়।

বর্ণবাদ উত্তর দক্ষিণ অাফ্রিকার নতুন সংবিধান গঠনে ভূমিকা রাখেন মাদোনসেলা। ২০০৯ সালে তাকে পাবলিক প্রটেকটর হিসেবে নিয়োগ দেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকব জুমা।

তবে দায়িত্ব পেয়েই প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে তহবিল তসরুপের অভিযোগ তদন্তে নেমে আলোচিত হন তিনি। ‌এছাড়া দক্ষিণ অাফ্রিকার পুলিশ সার্ভিসের (এসএপি) বাসস্থান বরাদ্দে দুর্নীতির উন্মোচন করেও দেশজুড়ে খ্যাতি পান তিনি।

চলতি বছরের এপ্রিল মাসে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশ’ জন মানুষের তালিকায় রাখে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।