ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জামিনে মুক্ত জয়ললিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
জামিনে মুক্ত জয়ললিতা ছবি: সংগৃহীত

ঢাকা: জামিনে মুক্তি পেলেন দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা। স্বাস্থ্যজনিত কারণে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তার জামিন আবেদন সুপ্রিম কোর্টে মঞ্জুর হওয়ার একদিন পর শনিবার দুপুরের পর মুক্তি পেলেন তিনি।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রায় তিন সপ্তাহ কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়ে জয়ললিতা এখন ব্যাঙ্গালুরু বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। বিমানবন্দর থেকে একটি চার্টার্ড প্লেনে চড়ে নিজের রাজ্যের রাজধানী শহর চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেবেন তিনি।

জামিন মঞ্জুর হওয়ার পর শনিবার সকালেই জয়ললিতাকে অভ্যর্থনা জানাতে ব্যাঙ্গালুরুতে পৌঁছে যান তামিনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও পানিরসেলভাম।

এদিকে, জয়ললিতার কারাগার থেকে বের হওয়া উপলক্ষে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তামিলনাড়ুতে। ইতোমধ্যেই দলীয় সমর্থকদের শান্ত থাকার জন্য ও কোনো সহিংসতায় না জড়ানোর নির্দেশ দিয়েছেন জয়ললিতা।

প্রায় দুই দশক মামলা চলার পর গত ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর একটি আদালতে দোষী সাব্যস্ত হন জয়ললিতা। অবৈধভাবে সম্পদ, জমি ও স্বর্ণ উপার্জনের অভিযোগে চার বছরের জন্য তাকে কারাগারে পাঠায় ওই আদালত। কর্ণাটক হাইকোর্টে জয়ললিতা এই সাজার বিরুদ্ধে আপিল করেন। পাশাপাশি জামিনের জন্য আবেদন করেন সুপ্রিম কোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করে।

সাজাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংবিধান অনুযায়ী জয়ললিতার মুখ্যমন্ত্রিত্ব চলে যায়। তার বদলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তার অনুগত এআইএডিএমকে দলের অন্যতম শীর্ষ নেতা ও পানিরসেলভাম। শপথ গ্রহণের সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। কাঁদতে কাঁদতে শপথ নেন ‘আম্মা’ অনুগত পানিরসেলভাম।
 
এদিকে জয়ললিতার জামিন মঞ্জুর হওয়া উপলক্ষ্যে শুক্রবার চেন্নাইয়ে তার পোস গার্ডেনের বাসভবনের সামনে জড়ো হয়ে নেচে গেয়ে উল্লাস করতে থাকে হাজার হাজার ‘আম্মা‘ সমর্থক।

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুর ক্ষমতা ছাড়াও এই মুহূর্তে জয়ললিতার এআইএডিএমকে ভারতের পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল।

** কারাগার ছাড়ছেন তামিলনাড়ুর ‘আম্মা’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।