ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডার পার্লামেন্ট ভবনে হামলার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
কানাডার পার্লামেন্ট ভবনে হামলার ভিডিও প্রকাশ

ঢাকা: কানাডার রাজধানী অটোয়ার পার্লামেন্ট ভবনে বন্দুকধারীর হামলার ভিডিও প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীর নাম মাইকেল জেহাফ-বিবু।



পুলিশ জানায়, মঙ্গলবার হামলার জন্য বিবু গাড়ি কেনেন। এরপর বুধবার স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে তিনি পার্লামেন্ট ভবনের কাছে ওয়ার মেমোরিয়ালে প্রবেশ করেন। নিরস্ত্র সেনা সিপিএল সিরিল্লোরকে লক্ষ্য করে দুইবার গুলি ছোঁড়েন। তারপর একজন গার্ডকে লক্ষ্য করে গুলি করেন। হামলায় সিরিল্লো মারা গেলেও দ্বিতীয় গার্ড বেঁচে যান।

তারপর কিছু একটা ইংরেজিতে বলতে বলতে ওয়েলিংটন স্ট্রিটের মধ্য দিয়ে পার্লামেন্ট হিলের দিকে রওয়ানা হন। তিনি পার্লামেন্ট কমপ্লেক্সের ইস্ট ব্লকের সামনে গাড়ি থামান। এসময় অনেক পথচারীকে ভয়ে দৌঁড়াতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, তিনি এক মন্ত্রীর গাড়ি ছিনতাই করে সেন্টার ব্লকের দিকে যেতে থাকেন। এসময় পুলিশ তার পিছু নেয়।

সেন্টার ব্লকে গিয়ে তিনি চুরি করা গাড়িটি ফেলে পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন। এসময় হাউজ অব কমনসের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তার গুলি বিনিময় হয়।

পরিশেষে সাবেক আরসিএমপি অফিসার সার্জেন্ট-অ্যাট-আর্মস কেভিন ভিকারসের গুলিতে মারা যান। পুরো ঘটনাটি ঘটে ১ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে।

বিবিসির খবরে বলা হয়, ৩২ বছর বয়সী মাইকেল সরকারের ‘উচ্চ ঝুঁকির ভ্রমণকারী’ তালিকায় ছিল না। তবে চরমপন্থীদের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।

কানাডা পুলিশের দাবি, সম্প্রতি বিবু পাসপোর্টের জন্য আবেদন করে সিরিয়ায় যেতে চেয়েছিল।

কানাডার গণমাধ্যম বলছে, কুইবেক প্রদেশে বেড়ে উঠে মাইকেল। তাঁর বাবার নাম বুলগাসেম জেহাফ। বুলগাসেম লিবিয়া থেকে এসে মন্ট্রিল শহরে ক্যাফে খোলেন। মাইকেলের মায়ের নাম সুসান বিবো। সুসান কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডে কাজ করতেন। তবে ১৯৯৯ সালে বুলগাসেম ও সুসানের বিচ্ছেদ হয়।



বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।