ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইট করলেন রানী দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
টুইট করলেন রানী দ্বিতীয় এলিজাবেথ

ঢাকা: প্রথমবারের মতো টুইট করলেন ব্রিটেনের রানী ও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী দ্বিতীয় এলিজাবেথ।

শুক্রবার লন্ডনের বিজ্ঞান জাদুঘরের যোগাযোগ ও তথ্যের ইতিহাস শীর্ষক নতুন একটি গ্যালারি উদ্বোধনকালে এ টুইট করেন তিনি।



টুইট করতে গিয়ে রানী হাতের মোজাও খুলে ফেলেন। টুইটের শেষ দিকে ৮৮ বছর বয়সী রানী লিখে দেন ‘এলিজাবেথ ‍আর’।

৬২ বছরের শাসনামলে সবসময়ই নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে চেয়েছেন রানী।

‘ব্রিটিশ মনার্কি’ নামে ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রানী টুইট করেন, ‘বিজ্ঞান জাদুঘরে ‘তথ্য যুগে’র প্রদর্শনীর উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আশা করি জনগণ এখানে ঘুরতে এসে উপভোগ করবে। ‘এলিজাবেথ আর’। ’

পরে একই অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করা হয়, আগের টুইটটি রানী নিজেই করেছেন।

বলা হচ্ছে টুইটার যতো দ্রুত রানী আত্মস্থ করেছেন ততোটা দ্রুত অন্য কোনো প্রযুক্তি আত্মস্থ করতে পারেন নি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।