ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বারকিনা ফাসোতে সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
বারকিনা ফাসোতে সংঘর্ষে নিহত ৩০ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বারকিনা ফাসোতে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দেশটির প্রধান বিরোধী দলের নেতা বেনেওয়েন্ডা সাঙ্কারা বার্তা সংস্থা এএফপির কাছে এমন দাবি করেছেন।



২৭ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরের মেয়াদ বৃদ্ধির জন্য প্রতিবাদে ফেটে পড়েছে সরকার বিরোধীরা। কয়েক হাজার বিক্ষোভকারীরা বৃহস্পতিবার পার্লামেন্ট ভবন, সরকারি দলের প্রধান সদর দপ্তর ও রাষ্ট্রীয় টেলিভিশন দপ্তরে হামলা চালিয়েছে। তারা পার্লামেন্টে ঢুকে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট করে। তছনছ করেন টেলিভিশন ভবনও।

এরমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয়। প্রেসিডেন্ট কোথায় আছেন তা জানা যায়নি।

গোপনে থেকেই প্রেসিডেন্ট বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আরো এক বছর ক্ষমতায় থাকায় কথা জানিয়েছেন।

১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেন ব্লেইস কমপাওর। এরপর থেকে চার চারবার বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করেন। সংবিধান সংশোধনের মাধ্যমে এবছর পুনরায় ক্ষমতার মেয়াদ বৃদ্ধির করার উদ্যোগ নেওয়া হলে বিক্ষোভ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।