ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের রাণীকে হত্যার পরিকল্পনা নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
ব্রিটেনের রাণীকে হত্যার পরিকল্পনা নস্যাৎ রাণী দ্বিতীয় এলিজাবেথ

ঢাকা: ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে হত্যার ছক কষেছিল জঙ্গিরা। তবে চলতি সপ্তাহে চার জঙ্গির আঁকা এ ছক নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী সূত্র।



রাণীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনীসহ দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো দাবি করেছে, প্রথম বিশ্বযুদ্ধের অবসানের ৯৬তম বার্ষিকীতে আয়োজিত শুক্রবারের অনুষ্ঠানে রাণীকে ছুরিকাকাঘাত করে হত্যার পরিকল্পনা করে ১৯-২৭ বছর বয়সী চার জঙ্গি। রাজপরিবার ও আমন্ত্রিত অতিথি এবং জনসাধারণের ভিড়ের মধ্যেই এ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় জঙ্গিরা।

গোয়েন্দা বাহিনীর এমন সতর্কতা পেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল ওয়েস্ট লন্ডন এবং বাকিংহামশায়ারে কয়েক দফায় অভিযান চালায় পুলিশ।

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ধারণা, সন্দেহভাজন জঙ্গিরা ৮৮ বছর বয়সী রাণীকে ছুরিকাঘাত করে হত্যার পরিকল্পনা করলেও প্রয়োজনে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করতো।

সংবাদ মাধ্যমগুলো জানায়, গোয়েন্দা তথ্যটি পাওয়ার পর তা রাণী ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অবগত করা হয়।

কিন্তু তারপরও বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে অয়োজিত সপ্তাহান্তের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন রাণী।

তিনি শনিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনার পাশাপাশি রোববারের স্মরণানুষ্ঠানেও অংশ নেওয়ার পরিকল্পনাও করেছেন। রোববারের ওই অনুষ্ঠানে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের সম্মানে দুই মিনিট নীরবতার পর প্রথম পুষ্পস্তবক অর্পণ করবেন রাণী।

উল্লেখ করা যেতে পারে, এবারই প্রথম রাণীর জীবন ঝুঁকির মুখে পড়েনি। এর আগেও তাকে হত্যার পরিকল্পনা করা হয় এবং সেটা দেশের বাইরে অস্ট্রেলিয়ায়। ১৯৭০ সালে রাণী ও তার স্বামী ফিলিপকে হত্যার ওই পরিকল্পনা ‘লিথগো প্লট’ নামে কুখ্যাত।

সেবার সিডনি থেকে অরেঞ্জে যাওয়ার সময় ‍রাণী ও তার সফরসঙ্গীবাহী ট্রেনকে লাইনচ্যুত করার ছক কষা হয়। কিন্তু সৌভাগ্যবশত বেঁচে যান তিনি ও তার সঙ্গীরা।

মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহনের পর গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ রাজত্বের রাণী হিসেবে দায়িত্ব পালন করছেন দ্বিতীয় এলিজাবেথ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।