ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২ মার্কিনিকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
২ মার্কিনিকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া

ঢাকা: পৃথক মেয়াদে সাজাপ্রাপ্ত আটক দুই মার্কিন নাগরিককে ‍মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া।

মুক্তিপ্রাপ্ত দুই মার্কিন নাগরিক হলেন, ৭ মাসের সাজাপ্রাপ্ত ম্যাথিউ টড মিলার ও দুই বছরের সাজাপ্রাপ্ত কেনিথ বেই।

খবর: বিবিসির।

যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র জানিয়েছে, শনিবার চির বৈরী দেশ উত্তর কোরিয়া সফর শেষে আমেরিকান জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার মুক্তিপ্রাপ্ত দুজনকে সঙ্গে নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা হন।

এর আগে গত মাসে ‌আটক মার্কিন নাগরিক জেফরি ফওল নামে অপর এক ব্যক্তিকে মুক্তি দেয় দেশটির সামরিক সরকার। বর্তমানে উত্তর কোরিয়ার আর কোনো মার্কিন নাগরিক আটক নেই।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তাদের নিরাপদে ফেরায় ‍‌আমরা কৃতজ্ঞ। তিনি এ দিনটিকে মুক্তিপ্রাপ্তদের ও তাদের পরিবারের জন্য বিস্ময়কর বলে মন্তব্য করেন।

ওবামা অভিযোগ করেন, কূনৈতিক খেলায় উত্তর কোরিয়া দেশটির নাগরিকদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। তবে ‍এ অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।