ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মোদীর মন্ত্রিসভার নতুন মুখ নিয়ে গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, নভেম্বর ৯, ২০১৪
মোদীর মন্ত্রিসভার নতুন মুখ নিয়ে গুঞ্জন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে রোববার। মন্ত্রিসভায় নতুন মুখ হিসাবে কারা আসছেন এ নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম দিল্লির রাজনীতি।



পাঁচ মাস আগে ‘ন্যূনতম সরকার আর সর্বোচ্চ প্রশাসন’ নিয়ে যাত্রা শুরু করে মোদী সরকার। এখন তাতে আরো অন্তত ২০ জন যুক্ত হচ্ছেন বলে জোর গুঞ্জন চলছে।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নতুন সদস্যদের সকালে তার সরকারি বাসভবনে চা-চক্রে ডেকেছেন। সেখানে বিজেপি নেতৃত্বাধীন জোটের নেতারাও আছেন। দুপুর দেড়টা নাগাদ নতুন মন্ত্রিসভা শপথ নেবেন।

তবে বিজেপি দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনা সেই চা-চক্রে যাচ্ছে না বলেই খবর।

রোববার সকালেই ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক অলিম্পিয়ান ও স্যুটার রাজ্যবর্ধন রাঠোরেকে মোদী তার চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন।

রাজস্থ‍ানের সংসদ সদস্য রাঠোরে (৪৪) এনডিটিকে জানান, এতে তিনি খুবই গর্বিত। তার দায়িত্ব আরো বেড়ে গেল। রাঠোরে সম্ভবত ইউনিয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে এনডিটিভির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিলো, মন্ত্রিসভায় নতুন মুখ হিসাবে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নামটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মনোহর পারিক্কর খুবই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

এ বছরের মে মাসে বিজেপি সরকার গঠনের পর থেকেই এ মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব সামলাচ্ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এছাড়াও এবার মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও শিল্পী বাবুল সুপ্রিয়ও অন্তর্ভূক্ত হচ্ছেন বলে ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।