ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়াশায় বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
কুয়াশায় বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল ছবি : সংগৃহীত

ঢাকা: ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের পূর্বাঞ্চলীয় এলাকা। কুয়াশার কারণে এ অঞ্চলের বেশ কিছু সড়ক-মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

বাতিল করতে হচ্ছে বেশ কিছু অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট। স্বভাবতই এ অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার (২২ নভেম্বর) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় এলাকার মধ্যে বিশেষত শ্যাংডং প্রদেশ কুয়াশায় ঢেকে গেছে। এ অঞ্চলের অনেক এলাকার জনসাধারণ ঘর থেকেও বেরোতে পারছে না।

শনিবার সকালে প্রাদেশিক আবহাওয়া অফিস পুরো শ্যাংডংয়ে হলুদ সংকেত (দ্বিতীয় পর্যায়ের) জারি করেছে।

প্রাদেশিক পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ অঞ্চলের ৭০টি টোল স্টেশন ও ১১টি হাইওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া, প্রাদেশিক রাজধানী জিনানের বিমানবন্দর থেকে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটের অন্তত ২০টি ফ্লাইট স্থগিত কিংবা বাতিল করা হয়েছে।

এ অবস্থা সামনের কয়েকটি দিনেও চলতে থাকবে বলে সতর্কতা জারি করেছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।